
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মোহনপুর বিলের পানি নিষ্কাশন না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষির সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ।
প্রায় পাঁচ গ্রামের কৃষি কাজ বন্ধ হয়ে পড়েছে। পাট, পেঁয়াজ, রসুন, গম, যব চাষের মৌসুম চলে এলেও বিলে পানি জমে থাকায় চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। ফলে হতাশায় দিন কাটছে হাজার হাজার কৃষকের।
এ বিষয়ে কৃষকরা বিভিন্ন সময়ে উপজেলার কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ঘুরেছেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পাঁচ গ্রামের কৃষকেরা সম্মিলিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন শেষে নিজেদের অর্থায়নে খাল পুনঃখনন কাজ শুরু করেছেন।
এদিকে, খাল ভরাট করে অবৈধ স্থাপনা, বাড়ি ও দোকান ঘর নির্মাণ করায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভান্ডার খোলা, বড় বাংলাট, কালিনগর, পাটবাড়িয়া, চৌবারিয়া গ্রামের মোহনপুর বিলের পানি বের হতে পারছে না। এতে করে কয়েক হাজার কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় কৃষকরা জানান, শত বছর ধরে এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়। গত বছর কয়েকজন মানুষ প্রভাব বিস্তার করে খাল বন্ধ করে দেওয়ায় তাঁদের বিলের পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে গত তিনটি ফসলি মৌসুমে ৪ হাজার একর জমিতে চাষাবাদ থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা।
পাঁচ গ্রামের মানুষ একযোগে খাল পুনঃখনন করছেন এমন খবর ছড়িয়ে পড়লে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। তবে কৃষকরা তাঁদের ন্যায্য দাবি থেকে সরে না এসে নিজেরাই খাল খনন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কৃষক গোলাম মোস্তফা রাজা, হারুন অর রশীদ, বিল্লাল হোসেন, জলিল মন্ডল, সামাদ আলী, হুমায়ুন, কাদের মন্ডল, টিপু মোল্লা, জিয়াউল হক, রাজাসহ কয়েক হাজার কৃষক।
বৃহস্পতিবার সকাল ১০টায় আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ স্কুলের সামনের সড়কে কয়েক হাজার কৃষক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শত শত কৃষক ভেকু মেশিন সাথে নিয়ে নিজেরাই খাল পুনঃখননে নেমে পড়েন।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গ্রামবাসীদের তথা কৃষকদের দাবি ন্যায়সংগত। তবে আলোচনার মাধ্যমে খাল পুনঃখননের কথা বলা হলেও কৃষকরা তাঁদের দাবির পক্ষে অনড়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর