
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) দুটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর বিশেষ অগ্নিনির্বাপণ দলও। যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগতে পারে, কারণ আগুনের তীব্রতা অনেক বেশি ।
সাজু/নিএ
সর্বশেষ খবর