
রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলার চারটি কলেজ থেকে কোন পরীক্ষার্থী পাস করতে পারেনি। এ বিষয়টি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর ৪টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শতভাগ ফেল করা কলেজগুলো হলো, রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ। রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, আমার কলেজের ৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সবাই অনিয়মিত শিক্ষার্থী। ৮ জনই এবারও ফেল করেছে। কালুখালী উপজেলার নূর নেছা কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, কলেজ থেকে এবার ১৫ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে ১৪ জন নিয়মিত ও একজন অনিয়মিত পরীক্ষার্থী। সবাই পরীক্ষায় ফেল করেছে। গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, কলেজ থেকে এ বছর নিয়মিত ও অনিয়মিত দিয়ে ৫ জন পরীক্ষা দিয়েছিল। কেউ পাস করেনি। গোয়ালন্দের মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ রেজা বলেন, কলেজ থেকে ৭ জন পরীক্ষা দিয়েছিল। ৭ জনই অকৃতকার্য হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর