
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলের দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, আটতলা ভবনটির সাততলা ও আটতলায় থাকা গুদামে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীম উদ্দিন জানান, কারখানাটির ওই দুই তলায় শ্রমিক না থাকলেও, অন্য তলায় থাকা পাঁচ শতাধিক শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এবং নৌবাহিনী ও বিমানবাহিনী ইউনিট কাজ করছে। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।
স্থানীয় প্রশাসন ও শিল্প এলাকার নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর