
বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (অক্টোবর) সকাল ৯ টার দিকে ওই সড়কের আকনবাড়ি বাসস্ট্যান্ডের সামনে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০ বছরের বৃদ্ধা রূপবানু রাস্তা পার হচ্ছিল। ওই সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির বৈশাখী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যায়। পরে স্থানীয়রা গাড়িটি খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে আটক করলেও ড্রাইভার হেলপার পালিয়ে গেছেন।
নিহত বৃদ্ধা রূপবানু আমতলী ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত্যু কাদের হাওলাদারের স্ত্রী।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন. ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর