
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে চাঁদনী আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত চাঁদনী সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের রিকশাচালক মো. ফারুক মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, চাঁদনী চলতি বছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর তিনি জানতে পারেন, দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বিষয়টি মেনে নিতে না পেরে তিনি কেরির বড়ি (কীটনাশক) পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
চাঁদনীর মামা আতিকুল ইসলাম জানান, “ফলাফল প্রকাশের পর সে খুব কষ্ট পাচ্ছিল, কান্নাকাটি করছিল। কিছুক্ষণ পর পরিবারের অজান্তে কীটনাশক পান করে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ফেল করার কারণে মানসিক চাপে পড়ে চাঁদনী আত্মহত্যা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর