
ইসরায়েলের ফুটবল ক্লাব মাক্কাবি তেল আবিব ও ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মধ্যে আসন্ন ইউরোপা লিগ ম্যাচে ইসরায়েলি সমর্থকরা মাঠে প্রবেশ করতে পারবেন না বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। খবর- আল জাজিরা।
ব্রিটেনের নিরাপত্তা পরামর্শদাতা গোষ্ঠী (Safety Advisory Group–SAG) এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ যৌথভাবে জানায়, ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্ভাব্য প্রতিবাদ ও সহিংসতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে জানিয়েছে, ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ম্যাচে “away fans may not attend”, অর্থাৎ অতিথি দলের সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
পুলিশের মতে, এ সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হলো গত বছরের আমস্টারডামে মাক্কাবি সমর্থক ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা, যা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছিল।
তবে এই নিষেধাজ্ঞা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন, “এটি ভুল সিদ্ধান্ত। ফুটবল এমন এক খেলা, যা সবাইকে একত্রিত করে—ভয়ের পরিবেশে নয়।” অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার একে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
জিউইশ লিডারশিপ কাউন্সিল বলেছে, “অতিথি সমর্থকদের নিষিদ্ধ করা অন্যায্য। প্রয়োজনে ম্যাচটি দর্শকবিহীন (‘closed door’)ভাবে আয়োজন করা উচিত।”
মানবাধিকার সংগঠনগুলোর কিছু অংশ এই সিদ্ধান্তকে সমর্থন করেছে, আবার কেউ কেউ দাবি তুলেছে—গাজার সাম্প্রতিক যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েলি ক্লাবগুলোর আন্তর্জাতিক অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা উচিত।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর