বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৮১ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারী আটক।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটা হল রোড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৮১ পিস ইয়াবা, ১ টি মোটরসাইকেল এবং নগদ ৩৯২০ টাকা সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর