কক্সবাজারের রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে মো. মনসুর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমদের ছেলে।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসের নিচে পড়ে মনসুর ঘটনাস্থলেই মারা যান। রেলের আঘাতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার সময় মনসুর রেললাইন পার হচ্ছিলেন কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
তবে স্থানীয় কয়েকজনের দাবি, ফজরের নামাজ শেষে মনসুর নিয়মিত অভ্যাসের মতো রেললাইন ধরে হাঁটছিলেন। হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পরে তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। রামু থানার ওসি আরিফ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর