দিনাজপুরের বিরামপুরে বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলাপাড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় নিশ্চিত করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি মো. মমতাজুল হক বলেন, "আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।"
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর