নাটোর জেলা বিএনপির সদস্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি এবং নাটোর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজন মন্তব্য করেছেন, "যে আশা ও স্বপ্ন নিয়ে মানুষ জুলাই আন্দোলনে শরীক হয়েছিল, সে আশা আজও পূরণ হয়নি।" তিনি বলেন, "এটা একমাত্র অভ্যুত্থান যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী, তাঁর ৩০০ এমপি, সব মন্ত্রী এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন। সেই অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও জনগণ যে আশা ও দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, শহীদ হয়েছিল, আহত হয়েছিল সেই দাবিগুলো আজও বাস্তবায়িত হয়নি।"
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়ার ভাটোপাড়া কলাবাড়ীয়া বাজার মাঠে সাবেক ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. রাজন আরও বলেন, "আমরা চেয়েছিলাম কম টাকায় চাল, ডাল, তেল মানুষের মৌলিক চাহিদা পূরণ হোক। আমরা চেয়েছিলাম ভোটের অধিকার, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ, দখলদারিত্বহীন প্রশাসন। কিন্তু এ সরকার আমাদের সেই ন্যায্য দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। এক বছরের মধ্যে অন্তত চারটি নির্বাচন দেওয়া সম্ভব ছিল, কিন্তু এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন হয়নি।"
তিনি আশা প্রকাশ করে বলেন, "আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। আমি আশা করি সরকার সে প্রতিশ্রুতি রাখবে। কোটি কোটি তরুণ ভোটার যারা জীবনে একবারও ভোট দিতে পারেনি, তারা এবার যেন সেই অধিকার ফিরে পায়।"
আলোচনায় ডা. রাজন আরও বলেন, "আমাদের এই নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটা জাতীয়তাবাদী শক্তির অস্তিত্বের লড়াই। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তবেই মানুষের চাওয়া-পাওয়া বাস্তবে রূপ নেবে। আজ দেশের মানুষ দেখতে চায় তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশের উত্থান।"
সভায় সভাপতিত্ব করেন ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী মন্ডল, বাগাতিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, বাগাতিপাড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নাফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে নেতাকর্মীরা "খালেদা জিয়া জিন্দাবাদ" ও "তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ" স্লোগান দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর