
তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়াই পরিবার ও স্ত্রীর উপর অভিমান করে আলমগীর হোসেন নামের এক মালোয়েশিয়া প্রবাসী সিলিং ফেনের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে মেহেরপুর জেলার গাংনী
নিহত মালোয়েশিয়া প্রবাসী চল্লিশ বছর বয়সি দুই সন্তানের জনক আলমগীর হোসেন একই এলাকার নমাজ আলী ছেলে।
চার নম্বর বামন্দী ইউপি চেয়ারম্যান শাহ আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীর মালোয়েশিয়াই যাওয়ার আগে দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে যায়। বিদেশে গিয়ে সে আরেকটি বিবাহ করে।
দেশে আসার মাস খানেক আগে দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয় তার। বাড়িতে আসা সপ্তাহ খানেক হবে। আবারো সে দেশে এসে তৃতীয় বিয়ে করার জন্য প্রস্তাব দিলে তার পরিবারের লোকজন ও স্ত্রী দ্বিমত করে।
সেই অভিমেনে গতকাল রাতে প্রতিবেশি ফুপার বাসায় গিয়ে উঠে। আর ভোরের দিকে ফুপার বাসায় থাকা সিলিং ফেনের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী ক্লিনিকে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই শ্যামা পদ বলেন,আমরা ভোরের দিকে আত্মহত্যার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক সুরাত হাল সম্পূর্ণ করেছি।
পরিবারের ও স্থানীয়দের ভাষ্য সে তৃতীয় বিয়ের জন্য পরিবারের লোকজনকে বললে পরিবারের লোকজন সম্মতি না দেয়াই সে আত্মহত্যা করেছে।
গাংনী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের শেষে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর