
ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের পছন্দের এই ফরম্যাটেই যেন বেশি ধুঁকছে টিম টাইগার্স। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল।
ওয়ানডেতে বাংলাদেশ কতটা নাজুক পরিস্থিতিতে আছে, একটা পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যাবে। শেষ ১২টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ মাত্র একটি জিততে পেরেছে। এই ১১ হারের মধ্যে আফগানিস্তানের বিপক্ষেই চারটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এক সময় যাদের বিপক্ষে অন্তত ওয়ানডে ফরম্যাটে সহজেই জয় পেত টাইগাররা, সেই আফগানিস্তান এখন বাংলাদেশের জন্য এক কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ।
ধারাবাহিক ব্যর্থতায় ওয়ানডে র্যাংকিংয়েও বাংলাদেশ বেশ পিছিয়ে পড়েছে, বর্তমানে তারা দশম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ এমনিতে খুব ভালো জায়গায় ছিল না কখনোই কিন্তু ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ৭-৮ নম্বর জায়গাতেই ঘুরেফিরে ছিল ওয়ানডে ক্রিকেটে।
টানা ব্যর্থতার কারণে আগামী ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন আবহেই আগামীকাল (শনিবার) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির বিষয় হতে পারে, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।
আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৭ ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
মিরপুরের ধীরগতির উইকেটের কারণে সবসময় আত্মবিশ্বাসী থাকে বাংলাদেশ। এ ছাড়া প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। সব মিলিয়ে বলা যায়, আসন্ন সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ফলাফল সত্ত্বেও বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তন হয়নি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকারকে। আফগান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং পেসার নাহিদ রানা।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
কুশল/সাএ
সর্বশেষ খবর