
পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, “যারা আল্লাহকে ভয় করে, তারা কোনো বিপদকে ভয় পায় না। ইসলামের বিজয় সংখ্যা দিয়ে নয়, আল্লাহর সাহায্যে হয়।”
শুক্রবার (১৭ অক্টোবর) কাউখালী উপজেলা জামায়াত কার্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবিরের বিজয় এসেছে আল্লাহভীরু, মাদকমুক্ত ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্বের কারণে। আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয় থাকলে বদরের মতো বিজয় আসবে ইনশাআল্লাহ।”
সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির কাউখালী শাখা সভাপতি মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমানসহ দলীয় নেতারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর