
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুন লেগেছে। দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো বিমানবন্দর এলাকা। আশপাশ থেকে একের পর এক বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।
ঘটনার খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন ও বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমান, নৌ ও সেনাবাহিনীও তৎপরতা শুরু করেছে। আরও ১২টি অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে।
আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকায় প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সবাইকে শান্ত থাকার এবং নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো গুদামে থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সর্বশেষ খবর