
বাংলাদেশের ব্যাটিং লাইন আজও রানের খরা কাটাতে পারল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে টাইগাররা অলআউট হয়েছে ২০৭ রানে।
সৌম্য সরকার (৪) ও সাইফ হাসান (৩) দ্রুত আউট হয়ে দলকে চাপে ফেলেন। এরপর নাজমুল হোসেন শান্ত (৩২) ও তৌহিদ হৃদয় (৫১) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই।
মাহিদুল ইসলাম অঙ্কন (৪৬) আর মেহেদী হাসান মিরাজ (১৭) দলের মাঝের সারিতে কিছুটা লড়াই করলেও শেষদিকে ব্যাটিং ধস নামে।
শেষ দিকে রিশাদ হোসেন ঝড়ো ২৬ রান (১৩ বলে) করে দলের সংগ্রহ দুই শতক ছুঁই ছুঁই করেন।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে
জেডেন সিলস নিয়েছেন ৩ উইকেট (৭ ওভারে ৪৮ রান),
রোস্টন চেজ ২ উইকেট (১০ ওভারে ৩০ রান),
জাস্টিন গ্রিভস ২ উইকেট,
রোমারিও শেফার্ড ও খারি পিয়েরে নেন ১টি করে উইকেট।
বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে ২০৭ রানে।
এখন ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২০৮ রান ৫০ ওভারে।
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর