
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি। মো. আসাদুজ্জামানের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক দল।
শনিবার সকালে বরগুনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন, লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি শহরের রাস্তা, ড্রেন ও বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে ডেঙ্গু প্রতিরোধ অভিযানটি সচেতনতা বৃদ্ধিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এতে জনগণের মাঝে বর্জ্য ব্যবস্থাপনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে অংশগ্রহণমূলক উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে।
তাঁরা আরও জানান, এই কার্যক্রমের ধারাবাহিকতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর