
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে তিনি বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন সম্পর্কিত এক আলোচনা সভায় অংশ নেন।
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, যেহেতু আওয়ামী লীগের সব কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচনের আগে যদি বিচার প্রক্রিয়া শেষ হয়, তখন বিষয়টি বিবেচনা করা হবে।
এনসিপির শাপলা প্রতীকের দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর