
দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায়ে পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজুর রহমান।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাগেশ্বরী থানা কম্পাউন্ডে আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- পুলিশ ও জনগণ একে অপরের পরিপূরক। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে। আমরা চাই জনগণের পুলিশ হতে। থানায় আগত প্রত্যেক নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে পুলিশকে আরও সেবামুখী হতে হবে। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সফলতা। সাব-ইন্সপেক্টর অপূর্ব চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেল অফিসার মোজাম্মেল হক। নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত ওপেন হাইজ ডে অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নাগরিক অংশগ্রহণ করে। এসময় নাগরিক অভিযোগ-সমাধান, পুলিশিং সেবা পরিচিতি, শিশুদের জন্য নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, ইভটিজিং বন্ধ, রাতের বেলায় মোটরসাইকেলচালিত ভবঘুরে যুবকদের আইনের আওতায় আনা, চাঁদাবাজি রোধ এবং মোবাইলে জুয়া খেলা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান। অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান মিঞা, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামান, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, সাংবাদিক মিজানুর রহমান মিন্টুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাজু/নিএ
সর্বশেষ খবর