
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রাতের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, কার্গো ভিলেজের রপ্তানিকারক এলাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনা বিঘ্ন না ঘটাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিকেল ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন কুরিয়ার গোডাউনে শুরু হয়ে পাশের ইলেকট্রনিক্স গুদামে ছড়িয়ে পড়ে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় ঘন কালো ধোঁয়ার স্তর দেখা যায়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত করে জানানো হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর