
দেশে টানা পাঁচ দিনে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর মিরপুর, চট্টগ্রাম ইপিজেড ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় কাজ করছে।
সরকার জানায়, ধ্বংসাত্মক কার্যকলাপ বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধমূলক বা উসকানিমূলক আচরণকে জনজীবন ব্যাহত করতে দেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, এসব অগ্নিকাণ্ড যদি নাশকতার ষড়যন্ত্র হিসেবে প্রমাণিত হয়, তবু জনগণ ঐক্য ও দৃঢ়তা বজায় রাখলে তারা ব্যর্থ হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর