
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের খবর নেই।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করেছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন ও বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর