ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলহের জেরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পোড়াহাটি গ্রামের কশাইপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তাঁর মেয়ে ঝুমুর খাতুন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রোকেয়ার মা আমেনা খাতুন।
আহতদের স্বজনরা জানান, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সঙ্গে তিন বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শ্বশুর নকিবসহ তাঁর পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। সোমবার ঝুমুরকে মারধর করা হয়েছে—এই সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঝুমুরের মা রোকেয়া খাতুন মেয়ের বাড়িতে যান। মারধরের কারণ জানতে চাইলে ঝুমুরের ভাসুর সুজন, তাঁর স্ত্রী চুমকি এবং শ্বশুর নকিব উদ্দিন রোকেয়া ও ঝুমুরকে বেধড়ক মারপিট করেন। তাঁদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। দুজনের মধ্যে রোকেয়া খাতুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুইজনকে মারপিটের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর