
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে সদরঘাটে ময়ূর-৭ নামের একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও ও পোস্ট। অনেকেই মনে করছেন ঘটনাটি নতুন। কিন্তু যাচাই করে দেখা গেছে, এটি দুই বছর আগের পুরনো ঘটনা, যা নতুন করে গুজব হিসেবে ছড়ানো হচ্ছে।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেদিন ময়ূর-৭ লঞ্চটির দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লঞ্চটি তখন লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে নোঙর করা ছিল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সে সময় জানান, “সকাল ১১টার দিকে আগুন লাগার খবর পাই। প্রথমে পাঁচটি ইউনিট যায়, পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১৩টি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”
বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন জনাব সব্যসাচী মজুমদার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজিপি), নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি বলেন, “সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুনের ঘটনাটি নতুন নয়, এটি ২০২৩ সালের জুন মাসের। বর্তমানে কোনো নতুন অগ্নিকাণ্ড ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর।”
পুরনো ভিডিও বা ছবি নতুন ঘটনা হিসেবে প্রকাশ করা বা শেয়ার করা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উভয় সংস্থা সবাইকে অনুরোধ করেছে—যাচাই না করে কোনো তথ্য বা ভিডিও অনলাইনে শেয়ার না করতে।
ফ্যাক্ট চেক অনুযায়ী, সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে নতুন করে আগুন লাগার দাবি সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের পুরনো খবর, যা ভুলভাবে প্রচারিত হচ্ছে।
রায়: ভুল ও বিভ্রান্তিকর তথ্য।
সত্য যাচাই করুন, গুজব নয় — বিডি২৪লাইভ ফ্যাক্ট চেক ডেস্ক।
সর্বশেষ খবর