
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের মহিলা কর্মীদের ওপর বিএনপির পুরুষ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় জামায়াতের তিন মহিলা কর্মী ও একজন পুরুষ কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতরা হলেন বড়বাড়ি গ্রামের রমজাদ আলীর স্ত্রী মোমেনা (৪০), একই গ্রামের আরশাদ আলীর স্ত্রী জোসনা বেগম (৪২), বেল্টুর স্ত্রী হালিমা খাতুন (৩৫) এবং যাদবপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রুবেল (৩৬)। আহতরা মহেশপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে যাদবপুর ইউনিয়নের যাদবপুর উত্তর পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মহেশপুর উপজেলা আমির ফারুক হোসেন জানান, তাঁদের দলীয় রুটিন কাজের অংশ হিসেবে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের উত্তর পাড়ায় মহিলা কর্মীরা গণসংযোগে ছিলেন। এ সময় বিএনপি নেতা আশরাফ, হানেফ ও শাহিনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাঁদের কর্মীদের ওপর সাইজ কাঠ দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মোমেনা, জোসনা বেগম ও হালিমা খাতুন গুরুতর আহত হন। প্রায় একই সময়ে ওই সন্ত্রাসীরা যাদবপুর বাজারে যাদবপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রুবেলের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি ঝিনাইদহে একটি অনুষ্ঠানে আছেন। হামলার ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর