
সায়েড়া লক্ষীখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে এক দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। লক্ষীখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তনয় কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম।
এ সময় অতিথিবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। বক্তারা বলেন, প্রিয় নবীকে তৎকালীন সময়ে 'আল-আমিন' উপাধি দেওয়া হয়েছিল। তিনি সকল শ্রেণির মানুষের কাছে বিশ্বাসী ছিলেন। তাঁর উত্তম চরিত্র গঠনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হযরত মুহাম্মদ (সঃ) সম্বন্ধে জানতে ও জীবনাদর্শ বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, মোসাম্মৎ সালমা খানম, শেখ আতিয়ার রহমান, ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক সদস্য নিরঞ্জন মন্ডল, কাজী শাকিল তারিক, জিয়াদ আলী খোকন, শেখ রবিউল ইসলাম, বিরেশ্বর মন্ডল, গৌরপদ পাল, সুধন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
কুশল/সাএ
সর্বশেষ খবর