
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বরগুনা পৌরসত্বর থেকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের পক্ষে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা স্লোগানে মুখরিত হয়ে বলেন- ‘জনগণের মার্কা ধানের শীষ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রনি,জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল আরিফ, বরগুনা সরকারি কলেজের সাবেক সভাপতি গোলাম রাসেল খোকন।
কুশল/সাএ
সর্বশেষ খবর