
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় কলেজ ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। রোববার বেলা ১২টার দিকে কলেজের কান্দিরপাড় এলাকায় উচ্চ মাধ্যমিক শাখায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে সিফাত তার বাহিরের বন্ধুদের কলেজে ডেকে এনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ রামদা হাতে দৌড়াচ্ছে এবং অপর এক তরুণের হাতে পিস্তল। স্থানীয় সূত্রে জানা গেছে, রামদাধারী তরুণটি সিফাত।
কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, “ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নয়। তবে আমাদের কিছু শিক্ষার্থী জড়িত থাকতে পারে। প্রশাসনকে জানানো হয়েছে এবং তদন্ত কমিটি করা হবে।”
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনার পর একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে, বাকিদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর