
জাতীয় বেতন কমিশন ২০২৫ আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করছে। সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনের ৩১৮ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য সভায় অংশ নিচ্ছেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংশ্লিষ্ট সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং মনোনীত প্রতিনিধিরা।
আজকের সভার সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ থেকে ১১টা পর্যন্ত প্রধান শিক্ষক সমিতি, ১১টা থেকে ১১টা ৩০ পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, ১১টা ৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (সহকারী শিক্ষক), ১২টা থেকে ১২টা ৩০ পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (প্রধান শিক্ষক) এবং ১২টা ৩০ থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সভায় অংশ নেবে।
শিক্ষক নেতারা জানান, তারা বেতন কাঠামো উন্নয়ন, ভাতা বৃদ্ধি, গ্রেড পুনর্বিন্যাস ও পদোন্নতির দাবিসহ প্রস্তাবনা উপস্থাপন করবেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, বর্তমান বেতন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা চান ১১তম গ্রেডের প্রস্তাবনা বাস্তবায়িত হোক এবং তিনটি টাইম স্কেল পুনর্বহাল, শিক্ষা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি ও গ্রেড হ্রাস করে নতুন কাঠামো গঠন করা হোক।
প্রধান শিক্ষক সংগঠনগুলোও প্রশাসনিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ মর্যাদা ও বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রস্তাব দেবে। প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ বলেন, প্রধান শিক্ষকরা শিক্ষাদান ছাড়াও প্রশাসনিক দায়িত্ব পালন করেন, তাই তাদের গ্রেড অন্তত দুই ধাপ উন্নীত হওয়া উচিত এবং ভাতা কাঠামোও সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন।
সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধান ও সহকারী শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতা ও প্রতিনিধি।
সাজু/নিএ
সর্বশেষ খবর