
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, তাঁরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে রাজনীতি করছেন না।
তিনি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে অথবা শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই।”
সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে একটায় জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সকাল ৯টা থেকে সেখানে এনসিপির জেলা ও উপজেলা কমিটির রুদ্ধদ্বার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক পার্টি এ সভার আয়োজন করে।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত - জয়পুরহাটের প্রতিটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকে সেই অনুযায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা আমরা দিয়েছি। আগামী যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী কাঠামো তৈরির পরে আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে সংসদে সরকার গঠন করবে, সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। এটা হওয়ার জন্য ৫০ শতাংশ ভোট পেতে হয় না। যখন গুরুত্বপূর্ণ তিনটা রাজনৈতিক দল থাকবে একটা দেশে, যাদের একটা গুরুত্বপূর্ণ জনসমর্থন আছে, তখন ওই তিন নম্বর দলটায় এটা নির্ধারণ করার সম্ভাবনা বেশি থাকে। এক ও দুই নম্বর দলের ভোট যদি কাছাকাছি থাকে, ওই জায়গায় আরেকটি রাজনৈতিক দল তৃতীয় অবস্থানে থাকে। তারা যে দলের সঙ্গে যৌক্তিকভাবে যায়, সেই দলই সরকার গঠন করে।”
সারজিস আলম বলেন, “এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবে। আমরা বিশ্বাস করি, জনগণের স্বার্থকে প্রাধান্য দিলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। আপনারা এই জুলাই সনদের প্রতিফলন দেখতে পেয়েছেন। জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার কথা ছিল। সেই সনদের বাস্তবায়নে যখন আমরা আইনি ভিত্তি দেখিনি, কিভাবে হবে—এর সঠিক ক্লিয়ারেন্স পাইনি, তখন আমাদের জায়গা থেকে জুলাই সনদে দায়সারা ভাবে স্বাক্ষর করিনি।”
এসময় এনসিপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর