
কিশোরগঞ্জে ট্রেনের যাত্রীদের ধরে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর খা (৩৪) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর খা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহী নেওয়াজের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ৭৩৭ নম্বর এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনটি সরারচর স্টেশন অতিক্রম করে কিশোরগঞ্জ স্টেশনের দিকে আসার সময় ট্রেনের এক বগির দরজা বন্ধ ছিল। যাত্রীরা বগি পরিবর্তনের সময় দরজা খুলতে ধাক্কাধাক্কি করলে আলমগীর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি দরজা খুলে যাত্রীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে দরজায় জোরে ধাক্কা দিলে একজন যাত্রীর আঙুলে আঘাত লাগে।
এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে যাত্রীদের হুমকি দেন যে, “কিশোরগঞ্জ স্টেশনে নামার পর সেনাবাহিনীর ক্যাম্প থেকে সদস্যরা এসে সবাইকে ধরে নিয়ে যাবে।”
ঘটনার পর ট্রেনে দায়িত্বে থাকা টিজি পুলিশ সদস্য বিষয়টি জানালে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ স্টেশনে পৌঁছেই তাকে জিজ্ঞাসাবাদ করে। সেনা সদস্য হিসেবে পরিচয় দিলেও তিনি কোনো পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে ব্যর্থ হন।
পরে তার গ্রামের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি কোনো বাহিনীর সদস্য নন। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত অর্ধহাতা গেঞ্জি, টুপি ও ব্যাগ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, আটক আলমগীর নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে যাত্রীদের হুমকি দিয়েছিল। যাচাই-বাছাই করে দেখা গেছে, সে ভুয়া সেনা সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর