
পাকিস্তানকে হারিয়ে চলমান নারী বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু এরপর টানা পাঁচ ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছে জ্যোতি-নাহিদারা। ষষ্ঠ ম্যাচেও জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টাইগ্রেসদের। লঙ্কানদের বিপক্ষে শেষ ৬ বলে ৯ রান করতে পারেনি তারা। এতে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (২০ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৯৫ রান তুলতে পারে টাইগ্রেসরা। এতে ৭ রানের জয় পায় লঙ্কানরা।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে ডাক আউট হয়ে ফেরেন রুবিয়া আক্তার। ৩৫ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন ফারজানা আক্তার। ৮ রান করে মোস্তারি আউট হলে ৪৪ রানে ৩ উইকেট চাপে পড়ে বাংলাদেশ।
কিন্তু জ্যোতিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শারমিন আক্তার। ৮১ বলে ফিফটি তুলে নেন শারমিন। এরপরই আহত হয়ে মাঠ ছাড়েন। অপর প্রান্ত আগলে রেখে ৭২ বলে ফিফটি তুলে নেন জ্যোতি।
২৭ বলে ১৯ রান করে তাকে সঙ্গ দেন স্বর্ণা আক্তার। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু প্রথম বলে রিতু মনি, দ্বিতীয় বলে নাহিদা (০), তৃতীয় বলে জ্যোতি (৭৭) ও চতুর্থ বলে মারুফা আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন চামারি আতাপাত্তু। এ ছাড়াও দুই উইকেট শিকার করেন সুগন্ধিকা কুমারি।
এর আগে ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তুর কাউন্টার অ্যাটাকে ঘুরে দাড়াঁয় লঙ্কানরা।
দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭২ রান। ৪৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন লঙ্কান অধিনায়ক। কিন্তু তাকে ফিফটির আগে আউট করে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ।
কিন্তু হাসিনি পেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের পথেই হাঁটছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট তুলে লঙ্কানদের নাগালেই রেখেছেন স্বর্ণা আক্তাররা। ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়াও ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর