
নীলফামারী-৪ আসনের বিএনপির গ্রিন সিগন্যালপ্রাপ্ত সম্ভাব্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেছেন, দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে নির্ভয়ে ভোট দিতে যাবেন।
আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ। তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও ধানের শীষে একটি করে ভোট চেয়েছেন এবং তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আব্দুল গফুর সরকার বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামীর বাংলাদেশ হবে সুখ ও শান্তির বাংলাদেশ। তিনি মঙ্গলবার রাতে রণচণ্ডী অবিলের বাজার কালী মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে এক সভায় এসব কথা বলেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার আরও বলেন, তিনি খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চান। সরকারিভাবে মসজিদ করা হয়েছে, কিন্তু কোনো মন্দির নির্মাণ করা হয়নি। বিএনপি সরকার গঠন করলে, এবং তিনি নির্বাচিত হলে মন্দির নির্মাণ করে দেওয়া হবে। তিনি সবার কাছে মূল্যবান ভোটটি বুঝে শুনে ধানের শীষে দেওয়ার আহ্বান জানান।
রণচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।
এর আগে তিনি বড়ভিটা মেলাবর পাঠাগার সার্বজনীন শ্মশান কালী মন্দিরে শ্যামাপূজার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর