
কিশোরগঞ্জের কটিয়াদীতে বালতির পানিতে চাপা দিয়ে নিজের এক মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার করগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নূর হাসান তোহা। তিনি ভাট্টা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। অভিযুক্ত মা তাহমিনা আক্তার মুন্নী বর্তমানে পুলিশ ও পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটি মায়ের সঙ্গে ঘরে ছিল। কিছু সময় পর শিশুর বাবা নূর মোহাম্মদ বাড়িতে এসে দেখেন, স্ত্রী মাটিতে শুয়ে আছেন। পরে তিনি শিশুকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাহমিনা নিজেই ঘরের একটি বালতির দিকে ইঙ্গিত দেন। সেখানে শিশুটির মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, এর আগেও শিশুর মা মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতেন। পরিবার থেকে তাঁর কবিরাজি চিকিৎসাও করানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি শিশুটিকে পানিভরা বালতিতে চেপে হত্যা করে থাকতে পারেন।
ঘটনার পর পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, ‘তাহমিনার আচরণ দেখে মনে হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ। শিশুর বাবা নিজেই বালতির ভিতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেন।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছি। শিশুর মা অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির কাজ চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সাজু/নিএ
সর্বশেষ খবর