
মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।
সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তাদের তোলা হয়। পরে সবুজ রঙের ভ্যানটি ট্রাইব্যুনাল এলাকা ত্যাগ করে।
আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন জানান, “সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে, সেখানে তাদের নেয়া হবে বলে জেনেছি।”
ট্রাইব্যুনালে তিন মামলার মধ্যে প্রথমটি র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে আনা হয়। এ মামলায় গ্রেপ্তার ১০ আসামি হলেন কর্নেল এ কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, কর্নেল সরওয়ার বিন কাসেম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান।
দ্বিতীয় মামলায় জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিক।
অন্যদিকে, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা আরেক মামলায় ৪ জন আসামির মধ্যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর