
কিশোরগঞ্জে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশের জন্য বক্তব্য নেওয়ার জের ধরে পুলিশ পরিচয়ে মুঠোফোনে সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে সাংবাদিক খায়রুল হুমকি পাওয়ার পর বুধবার দুপুরে এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী খায়রুল ইসলাম কিশোরগঞ্জ থেকে প্রকাশিত মাসিক কালের নতুন সংবাদ-এর সম্পাদক এবং দৈনিক নওরোজ-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
অন্যদিকে অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জুয়েল ওরফে রুবেল। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। মুঠোফোনে হুমকি দেওয়ার সময় তিনি নিজেকে পুলিশ বলে দাবি করেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৭শে আগস্ট নিকলী থানার পুলিশ কনস্টেবল বিল্লালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে স্থানীয় এক তরুণী কিশোরগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর কনস্টেবল বিল্লাল কিশোরগঞ্জ থেকে গাজীপুরে বদলি হয়ে যান এবং ধর্ষণের অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সাংবাদিক খায়রুল ইসলাম এ ব্যাপারে তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি অভিযুক্ত কনস্টেবল বিল্লালকে ফোন করে তার বক্তব্য জানতে চান। এদিকে গত সোমবার (২০শে অক্টোবর) কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ ধর্ষণের অভিযোগে মামলা (নং-১৫৯/২০২৫) দায়ের করেন ভুক্তভোগী তরুণী। তরুণীর আইনজীবী এডভোকেট শফীউজ্জামান শফী জানান, অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিচারক বিষয়টির জুডিশিয়াল তদন্ত দিয়েছেন। সাংবাদিক খায়রুল ইসলাম ঘটনাটি নিয়ে কাজ করছেন জানতে পেরে ক্ষিপ্ত হন কনস্টেবল বিল্লালের চাচাতো ভাই জুয়েল ওরফে রুবেল। তিনি নিজেকে পুলিশের লোক দাবি করে সাংবাদিক খায়রুলের মোবাইল নম্বরে মঙ্গলবার বিকাল ৪টা ৩২ মিনিটে ফোন করে ১ মিনিট ৪৭ সেকেন্ড কথা বলেন। ফোনালাপের সময় তিনি সাংবাদিক খায়রুলকে প্রাণনাশের হুমকিসহ মামলা দিয়ে জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন।
এদিকে সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকির ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর