
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক ত্রিপুরা কিশোরী (১৪)। এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ২ ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশি অভিযানে পালিয়ে থাকা ২ ধর্ষকের মধ্যে আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট ৩জনকে আটক করা হয়েছে। অপর এক ধর্ষককে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় ৪ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে কিশোরীর বাবা।
আটককৃতরা হলেন, রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল ত্রিপুরা (১৭) ও রিমন ত্রিপুরা (২২)। আটক রনি বিকাশ ত্রিপুরা বেলছড়ি ইউনিয়নের হেমন্ত হেডম্যান পাড়া এলাকার অরুণ বিকাশ রোয়াজার ছেলে। অপর আসামি ডেটল ত্রিপুরা গোমতি ইউনিয়নের উদয় কুমার পাড়া এলাকার আনি রঞ্জন ত্রিপুরার ছেলে এবং অপর আসামি একই এলাকার হেয়াসা ত্রিপুরার ছেলে রিমন ত্রিপুরা। এ ঘটনায় এক ধর্ষক পলাতক রয়েছে। পলাতক আসামি হলেন একই এলাকার যুদ্ধ কুমার ত্রিপুরার ছেলে সুমন বিকাশ ত্রিপুরা (১৮)।
স্থানীয়রা জানায়, গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী আত্মীয়ের সাথে স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে পূজা দেখতে যায়। ওই সময় ৪ জন স্থানীয় যুবক তাকে কথা আছে বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে হেডম্যান-কার্বারির মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করে অভিযুক্তরা। এক পর্যায়ে বনিবনা না হলে ২ ধর্ষক পালিয়ে যায় এবং অপর ২জনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, 'সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মাটিরাঙ্গায় ধর্ষণের ঘটনা রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা বুধবার ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অভিযান চালিয়ে আরও এক আসামীকে আটক করেছে পুলিশ। ভিকটিমসহ আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পলাতক অপর ধর্ষককে গ্রেফতারের অভিযান চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর