
পাংশা সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর প্রভাবশালী দ্বারা অশোভন আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কায়দায় আক্রমণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসুচীতে পাংশা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনোয়ার ইসলাম, শিক্ষক হাফিজুল ইসলাম, শিক্ষার্থী, জারা ইসলাম, রাজ হোসাইন বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, কলেজ সংলগ্ন বাড়ি হওয়ার কারনে স্থানীয় প্রভাবশালি এলাহি হোসেন জোয়াদ্দার দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে আসছেন।
সম্প্রতি তিনি আরও বেপরোয়া হয়ে শিক্ষার্থীদের ওপর অশ্লীল অঙ্গভঙ্গি ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষককে অপদস্ত করেন। এতে কলেজ ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে পাংশা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শিক্ষক হাফিজুল ইসলাম কে শারীরিক ভাবে লাঞ্চিত করাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে চলছে এলাহী জোয়াদ্দার।
বক্তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও এলাহি হোসেন জোয়াদ্দারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর