বিয়ের দাবিতে ছয় দিন ধরে ভাতিজা আব্দুল আজিজের (২০) বাড়িতে অবস্থান নিয়েছেন চাচি (২৫)। তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভাতিজা আব্দুল আজিজ তার স্বামীর চাচাতো ভাই মো. গণি মোল্লার ছেলে এবং ওই নারী দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচি ও ভাতিজার মধ্যে সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার সুবিধা কাজে লাগিয়ে তারা অনায়াসে যাতায়াত করত। এর আগেও মোল্লা বাড়িতে বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী কিন্তু তাকে ফেরত পাঠানো হয়েছিল। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান। ঘটনার তৃতীয় দিনে ওই নারীকে তালাক দিয়েছেন তার স্বামী।
সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে নারী-পুরুষের ভিড় জমেছে। গণমাধ্যমকর্মীরা পৌঁছলে আজিজ পরিবারের লোকেরা গেট বন্ধ করে দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী বলছেন- প্রেমিক ভাতিজার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল। পরে আবার ভাতিজা তাকে অভয় দিয়ে নিজের বাড়িতে পাঠিয়েছিলেন।
গণি মোল্লার ভাতিজা জানান, ওই নারী এখনো বাড়িতে আছেন, কিন্তু কাউকে প্রবেশ বা কথা বলা নিষিদ্ধ করেছেন তার বাবা।
স্থানীয়রা জানান, মহিলাটি শনিবার থেকে ওই বাড়িতে আছেন। ক্ষুব্ধ এলাকাবাসী ভাতিজার পরিবারের যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনছার আলী বলেন, মহিলার সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সম্পর্ক দুই-তিন বছর ধরে। শনিবার থেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, আমি এখনও বিষয়টি জানি না। কেউ আমাকে অবহিত করেননি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর