আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে কাজ করছে। নিজ নিজ দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ইতোমধ্যে গ্রাম গঞ্জের সবখানেই ভোটের হাওয়া বইতে শুরু করেছে। নিজ নিজ দলের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মাঠে কাজ করছেন, পাশাপাশি কেন্দ্রে নিজেদের যোগ্য প্রমানে লবিং তদবীর চালিয়ে যাচ্ছেন।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রতিযোগিতার দৌড়ে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাবেক এমপি নাসিরুল হক সাবু ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক ২ বারের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন এ দু জনের যে কোন একজন দলীয় মনোনয় পাবেন বলে তাদের ধারনা।
এছাড়াও বিএনপি থেকে আরো ৪ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তারা হলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান।
নির্বাচনের প্রস্তুুতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী এগিয়ে রয়েছেন ইতি মধ্যে রাজবাড়ী-২ আসনে জামায়াত তাদের প্রার্থী চুরান্ত করে মাঠে কাজ করছেন, চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারনা।
রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমির সাবেক শিক্ষক হারুন অর রশীদ মাস্টার রাজবাড়ী-২ আসন থেকে দাড়িপাল্লায় ভোট করবেন।
বিএনপি জামায়াতের বাইরে যারা রয়েছেন রজনৈতিক আলোচনায়, এনসিপি, এনডিএম, গনঅধিকার পরিষদের প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন গনসংযোগ প্রচার প্রচারনা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
রাজবাড়ী-২ আসন থেকে সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন। রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনে প্রচারণা শুরু করেছেন, এক দফা আন্দোলনে সরব ভূমিকা রাখা এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন।
জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণ,গনসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচিত হলে অবহেলিত এই অঞ্চলের তরুণদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইউরোপের উন্নত দেশ গুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি৷
বিএনপির সাথে জোটগত নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মোমিনুল আমিন বলেন, এনডিএম শুরু থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শক্ত ভূমিকা রেখেছে এবং এখনো আমরা একসাথেই আছি ৷ দলটির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও আছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেই আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। ইতোমধ্যে রাজবাড়ী-২ আসনের বিভিন্ন উপজেলায় গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নানাধরণের সামাজিক কর্মসূচি পালন করছেন মোমিনুল আমিন। পেশায় একজন কর্পোরেট ট্রেইনার এবং কনসালটেন্ট মোমিনুল আমিন গতবছর ফেব্রুয়ারি মাসে এনডিএম এর মহাসচিব পদে নির্বাচিত হন।
রাজবাড়ী-২ আসন তথা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরের সন্তান ইঞ্জিনিয়ার জাহিদ শেখ। রাজবাড়ী-২ আসনের এই মনোনয়ন প্রার্থী গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও তেজগাঁও মডেল থানার গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিক। ইঞ্জিনিয়ার জাহিদ শেখ বলেন, "আমি রাজবাড়ী-২ আসনের মানুষের জন্য রাজনীতি করতে চাই, মানুষের সেবা করতে চাই। সেবার মাধ্যমে রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে চাই। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। তিনিও ব্যাপক ভাবে রয়েছেন প্রচারনায় রয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য কবি ও রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য সাইয়েদ জামিল রাজবাড়ী-২ আসনে এনসিপি থেকে মনোনয়ন পেতে কাজ করছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইসু্তে পোস্টার ব্যানার দিয়ে জানান দিচ্ছেন। সাইয়েদ জামিল পাংশা পৌর শহরের বাসিন্দা। রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সবার দোয়া সমর্থন ও পরামর্শ চেয়েছেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর