কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শুক্রবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের জানান, “এ বিষয়ে একটি দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে।”
চলতি মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। ১২ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সি১-শাখার যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
প্রজ্ঞাপন জারির পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং কক্সবাজার বিমানবন্দর সূত্র জানিয়েছিল, আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং চলতি মাসেই ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হোসেন জানান, “আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। কিছু কাজ বাকি থাকলেও আশা ছিল খুব শিগগিরই ফ্লাইট চালু করা যাবে।”
কক্সবাজার জেলার সরকারি ওয়েবসাইটের তথ্যমতে, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ আধুনিকীকরণ কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। রানওয়ে ৬ হাজার ৭৯০ ফুট থেকে ৯ হাজার ফুটে সম্প্রসারিত হয়েছে, প্রস্থ বাড়ানো হয়েছে ২০০ ফুটে, এবং ওয়াইড-বডি বিমান চলাচলের উপযোগী করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর