ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা থেকে ট্রেনে আখাউড়ায় এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি কি নতুন জোটের দিকে এগোচ্ছে - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সব সময় জাতীয় ঐক্যের পক্ষে। বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মতাদর্শগতভাবে কাছাকাছি দলগুলোকে নিয়ে নতুন জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এ সময় কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছয়জন এমপি প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন ২০১৮ সালের বিএনপির মনোনয়ন পাওয়া ইঞ্জি. মুসলিম উদ্দিন, নাসির উদ্দিন হাজারী এবং নতুন প্রার্থী ইঞ্জি. নাজমুল হুদা, কসবা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস মিয়া ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। শুক্রবার বিকেলে কসবায় একটি জনসভায় ওই ছয় প্রার্থী অংশ নেবেন।
বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দলে যেন বিভাজন না থাকে। আজকে আমরা কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছয়জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে ইতিহাস সৃষ্টি করেছি। আমরা বহিরাগত প্রার্থী বাদ দিয়ে কসবা-আখাউড়ার বাসিন্দাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। কসবা-আখাউড়ার আসনটি ধানের শীষের ঘাঁটি। কোনো বহিরাগত প্রার্থীর কারণে যেন এই আসনটি হাতছাড়া না হয়।
অপর মনোনয়নপ্রত্যাশী, সাবেক কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও ২০১৮ সালের বিএনপির মনোনয়ন পাওয়া নাছির উদ্দিন হাজারী জানান, এ আসন থেকে যদি বহিরাগত কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমরা তাকে সহযোগিতা করব না। আমাদের ছয়জনের মধ্য থেকে যাকেই দেওয়া হোক, আমরা সকলে তার পক্ষে কাজ করব।
মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, কসবা-আখাউড়ার নির্যাতিত নেতাকর্মীদের দাবি, এই ছয়জনের মধ্য থেকে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়া হলে আমরা ধানের শীষের বিজয় ছিনিয়ে আনব।
আরেক প্রার্থী নাজমুল হুদা খন্দকার বলেন, আমরা ছয়জন কসবা-আখাউড়ার স্থানীয় বাসিন্দা। বিএনপির নেতাকর্মীদের দাবি, এই ছয়জনের মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়া হোক। এই ছয়জন থেকে যাকেই মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে কাজ করব। বহিরাগত কাউকে মনোনয়ন দেওয়া হলে বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না।
পরে তারা কসবা উপজেলার চারগাছ কলেজ মাঠে একটি দলীয় জনসভায় যোগ দিতে সড়ক পথে রওনা দেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর