সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি বাজারে পিকআপ ভ্যান উল্টে পথচারি নিহত। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে মহিষলুটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. নায়েব প্রামানিক (৫০) তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, যাত্রীবাহী হানিফ এন্টার প্রাইজ গাড়ির গতি বেশি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে পিক-আপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নায়েজ প্রামানিক নিহত হন।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে তাড়াশের মহিষলুটি বাজারে দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজ একটি পিকআপ ভ্যান কে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় চলাচলকারী নায়েজ প্রামানিকের উপরে পরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। এবিষয়ে তাড়াশ থানায় মামলার প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর