বৃষ্টি কমার পরও বরগুনায় ডেঙ্গুর প্রকোপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। মাঝে মাঝে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে মো: মুনসুর (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত মুনসুর আলী বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়ার মৃত কাঞ্চনা আলীর ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ জানান, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৮ জন। এর মধ্যে আমতলীতে ১ জন, বামনায় ৫ জন, পাথরঘাটায় ১৪ জন এবং সদরে ১৮ জন। বর্তমানে জেলাসহ বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৪ জন। এর মধ্যে আমতলীতে ১ জন, বেতাগীতে ১ জন, বামনায় ২২ জন, পাথরঘাটায় ১৪ জন, তালতলীতে ১১ জন এবং সদরে ৭৩ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪৭১ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও বরগুনার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বৃষ্টি কমে যাওয়ায় ডেঙ্গুর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসছে। তবে পুরোপুরি নির্মূল হতে মশার প্রজননস্থলসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর আমাদের সচেতনতা জরুরি।
কুশল/সাএ
সর্বশেষ খবর