শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষতিকারক রং মিশিয়ে বিক্রির সময় প্রায় চার কেজি শিং মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। মাছগুলো মেডিসিনের মাধ্যমে ক্ষতিকর রং দূর করে তা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারের মাছমহলে।
সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারের মাছমহলে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে মাছের রং উজ্জ্বল করতে ক্ষতিকারক রং ব্যবহার করছেন। এমন অভিযোগের ভিত্তিতে মাছ মহলে অভিযান চালানো হয়। এ সময় এক মাছ বিক্রেতার কাছে ক্ষতিকারক রং মেশানো প্রায় চার কেজি শিং মাছ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে নালিতাবাড়ী থানার এসআই নুরুল আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার আলম বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে মাছকে উজ্জ্বল করতে ক্ষতিকারক রং ব্যবহার করছেন। এটি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই রং মেশানো মাছ শনাক্ত ও তা কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর