নাটোরের বাগাতিপাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট নির্বাচনী সাধারণ সভা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়ন জামায়াতের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়া (নাটোর-১) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, "দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যাতে সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে। জনগণের অংশগ্রহণেই গড়ে উঠবে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ।"
সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন, নায়েবে আমির মমতাজ উদ্দিন এবং দয়ারামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টার।
বক্তারা বলেন, ন্যায়ের পথে ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করতে হলে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাই আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারা।
সভাস্থলে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী উদ্দীপনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর