ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয় এবং তারা স্থল, আকাশ কিংবা সমুদ্রে যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
শনিবার তেহরানে ইরানের বিমানবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মেহর নিউজ।
অ্যাডমিরাল সাইয়ারি বলেন,“খেলাধুলা মানুষের সুস্থতা ও মানসিক দৃঢ়তার জন্য অপরিহার্য। অসুস্থ সমাজ কখনো অগ্রগতি করতে পারে না। সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের সুস্থ, শক্তিশালী এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় সক্ষম করে তোলে।”
তিরন্দাজির ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন,“তিরন্দাজি শুধু একটি খেলা নয়, এটি ইরানের ধর্মীয় ও ঐতিহ্যিক সংস্কৃতির অংশ। পৌরাণিক বীর আরাশ দ্য আর্চার আমাদের সাহস ও বীরত্বের প্রতীক।”
সাইয়ারি বলেন, ইরানি বাহিনীর এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য শুধু পদক জয় নয়, বরং দেশের সাংস্কৃতিক ও বিপ্লবী মূল্যবোধ তুলে ধরা। “আমরা চাই, অংশগ্রহণকারী দেশগুলো উপলব্ধি করুক—ইরান এক প্রাচীন, সংস্কৃতিসমৃদ্ধ ও মূল্যবোধনির্ভর জাতি।”
সূত্র: মেহর নিউজ, তেহরান।
সাজু/নিএ
সর্বশেষ খবর