মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেছেন মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে। কুয়ালালামপুরে রবিবার শুরু হওয়া এই সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি যুক্তরাষ্ট্রের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় কূটনীতিতে সক্রিয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আল জাজিরা জানায়, সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্কনীতি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুর্লভ খনিজ (রেয়ার–আর্থ মিনারেলস)–এর প্রবেশাধিকার ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়। এছাড়া আসিয়ান সম্মেলনের সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ সফর যুক্তরাষ্ট্রের জন্য এশিয়ায় প্রভাব পুনর্গঠনের সুযোগ এনে দিচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার প্রেক্ষাপটে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলো এখন এক সূক্ষ্ম ভারসাম্যের অবস্থানে রয়েছে। রেয়ার–আর্থ খনিজ নিয়ে আলোচনাকে এই সফরের সবচেয়ে কৌশলগত দিক হিসেবে দেখা হচ্ছে, কারণ এসব খনিজ বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর ও নবায়নযোগ্য জ্বালানির উৎপাদনে অপরিহার্য।
যুক্তরাষ্ট্র আসিয়ান দেশগুলোর ওপর নতুন কোনো বাণিজ্য শুল্ক আরোপ করে কি না, চীনের প্রতিক্রিয়া এবং থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তিচুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা—এই বিষয়গুলো নজরে রাখা হচ্ছে। চলমান সম্মেলনের ফলাফল হিসেবে যৌথ বিবৃতি, নতুন বাণিজ্য চুক্তি বা আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর