বরগুনার আমতলীতে ইসলামি আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টায় পৌরসভার নুরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দীন ফকিরের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের প্রায় তিনশত নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর আমতলী উপজেলা শাখার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিতে আসেন। বিএনপিতে যোগদানকারী আমতলী সদর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারসহ অন্যান্যদের মধ্যে ছিলেন মো. খলিল হাওলাদার, মো. আবুল কালাম হাওলাদার, মো. দেলোয়ার হোসেন (মাস্টার) মুসুল্লি, মো. শানু মিয়া, আবদুস সালাম, মো. কবির হোসেন, মো. নুরুল হক মোল্লা, মো. সোনা মিয়া ফরাজি, মো. লাল মিয়া, মো. কবির হাওলাদার, মো. আলমগীর হাওলাদার, আ. রহমান, মো. তোফাজ্জেল মৃধা, আ. বারেক হাওলাদার, মো. খলিল মুসুল্লি, মো. জালাল মুসুল্লি, মো. জলিল গাজী, মো. মালেক মৃধা, মো. মালেক হাওলাদার এবং জলিল মুসুল্লি।
বিএনপিতে যোগদানকারী মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকিরের নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ জহিররুল ইসলাম জহির, আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম মামুন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জালাল মৃধা, গুলিশাখালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে আমতলী উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদি বলেন, আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি নাসিরউদ্দিন হাওলাদারকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। তার সাথে যারা বিএনপিতে যোগদান করেছে, তারা ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর কেউ নয়। তিনি তাদের 'নতুন পাঁচ তালির টুপি পরিয়ে দেখানো হয়েছে' বলে মন্তব্য করেন এবং এটি ইসলামের আদর্শ নয় বলে জানান।
অন্যদিকে, সভাপতি নাসিরুদ্দিন হাওলাদার বলেন, ইসলামি আন্দোলনের কথা ও কাজের মিল না থাকায় তিনিসহ তার ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে দুই শতাধিক-এর অধিক ইসলামি আন্দোলনের নেতাকর্মী স্ব-ইচ্ছায় জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছেন।
এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল ফকির বলেন, নাসির উদ্দিন হাওলাদার বিএনপির নীতি ও আদর্শকে ভালোবেসে তিনিসহ সদর ইউনিয়নের দুই-তিনশত লোক বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল মোল্লা ও সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন-এর হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করেন। তিনি আরও বলেন, যোগদানের আগে ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক তার কাছে এসেছিলেন যেন নাসির উদ্দিনসহ যারা এসেছেন, তারা বিএনপিতে যোগদান না করেন। তখন তিনি মুফতি সাহেবকে বলেছেন, "বিএনপির আদর্শকে যারা ভালোবাসে তারা বিএনপিতে যোগদান করবে, যারা ইসলামি আন্দোলনকে ভালোবাসে তারা ইসলামি আন্দোলনে যোগ দেবে, তাতে সমস্যা কোথায়? আওয়ামী লীগের নুরুল ইসলাম উকিল সাবেক চেয়ারম্যান ও মনির উকিল সাবেক চেয়ারম্যান যখন আপনাদের দলে যোগদান করেছে, আমরাতো তখন এ বিষয়ে আপনাদের কিছু বলিনি।"
এ নিয়ে স্থানীয়দের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, বিএনপিকে ভালোবেসে দলে যোগদান করেছে, আবার কেউ বলছেন এটা সাজানো।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর