সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন, শূন্য পদ পূরণ এবং জরুরি বিভাগে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের উদ্যোগে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে 'সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল' করার দাবি জানান। পাশাপাশি জরুরি আউটডোর ও মেডিসিন বিভাগে নতুন পদ সৃষ্টি এবং পর্যাপ্ত জনবল নিয়োগের আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, ক্যাথ-ল্যাব বিভাগে নতুন পদ সৃষ্টি ও প্রয়োজনীয় সরঞ্জাম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। ক্যাথ-ল্যাব মেশিন অন্য কোথাও স্থানান্তরের চেষ্টা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহ্বায়ক ডা. আব্দুল লতিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিন্নাহ সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৪ সালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলেও ২০২১ সালের আগস্টে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে হাসপাতালে ২০টি বিভাগ, ১৫টি ওয়ার্ড ও ৩৮ শয্যার সিসিইউ রয়েছে। প্রতিদিন বহির্বিভাগে গড়ে আড়াই হাজার এবং অন্তঃবিভাগে চার শতাধিক রোগী সেবা নিচ্ছেন।
হাসপাতালটি ৫০০ শয্যার হলেও প্রস্তাবিত জনবল কাঠামো এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। প্রাথমিকভাবে ৭৫টি সহকারী রেজিস্ট্রারের মধ্যে ৫৯টি পদ পূরণ হয়েছে। নার্স রয়েছেন ১৬৫ জন যেখানে অনুমোদিত পদ ১৭৩টি। টেকনিশিয়ান আছেন ১৭ জন, প্রয়োজন আরও ১০ জন।
আউটডোর বিভাগে কোনো ডাক্তার বা সহকারী রেজিস্ট্রার নেই শুরু থেকেই। দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির ৫৯টি পদের মধ্যে শূন্য রয়েছে ৪৫টি। আউটসোর্সিংয়ের মাধ্যমে ১৭২ জন নিয়োজিত থাকলেও পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতি রয়েছে ১২৮ জনের। ইনডোর ও আউটডোর সেবা নিশ্চিত করতে আরও ৭৩ জন চিকিৎসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।
হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান বলেন, ক্যাথ-ল্যাব মেশিন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করেছে। এটি অন্যত্র নেওয়ার কোনো পরিকল্পনা নেই। শূন্য পদ পূরণের বিষয়েও ইতোমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর